Rules for any fill in the gaps:


বোঝাই যাচ্ছে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ... fill in the gaps নিয়েই কথা বলতে যাচ্ছি আজ। এই টপিকটি এমন একটা টপিক যার ওপর বহু শিক্ষার্থীই ক্ষুব্ধ। এই টপিক না থাকলেই অনেক ভালো হত এমনটাই তাদের ধারণা। না পারার জন্য তাদের অনেক বেদনা। তাদের বেদনার প্রতি সমবেদনা জানিয়েই শুরু করছি আজকের টপিক।

আজ যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি তা আমি অল্প অল্প করে কয়েকটা part এ আলোচনা করব। Fill in the Gaps টপিকটি খুব সহজে অল্প কথায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সবার বুঝতে সহজ হবে তবে পূর্বশর্ত হলো Parts of Speech বুঝতে হবে। আশা করি সবাই Parts of Speech ভালো বুঝি। যদি কারো সমস্যা থাকে তবে Contact করতে পারো আমি সহজে দেওয়ার চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে সরাসরি রুলস এ চলে যাচ্ছি।

                                        

part-1


1. Article/ Determiner এর পরবর্তী gap Noun বসে।

Example:

                 He missed the train. He bought an ice-cream.


2. No এর পর gap Noun হয় । (যদি gap এর পর Noun না থাকে )

Example:

                No student has done the home work. There is no water is in the pond.


কিন্তু যদি gap এর পর Noun থাকে তবে gap adjective হয়

Example:

               No attentive student wastes his time. No honest man takes bribe.



3. The of এর মধ্যবর্তী gap Noun বসে।

Example:

                The poem of Nazrul is very interesting. The mango of this tree is very sweet.



ব্যাখ্যাঃ



১। ১ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, He missed the train এখানে the হল article 

আর তার পরে একটা noun হবে। train একটি noun.


২। ২ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, No student has done the home work এখানে 

no এর পর gap আর gap এর পর verb অর্থাৎ gap এর পর noun নেই। তাই এখানে noun 

হবে আর student একটি noun. কিন্তু No attentive student wastes his time এখানে no এর 

পর gap আর gap এর পর noun (student) তাই এর আগে adjective হবে আর attentive 

একটি adjective


৩। ৩ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, The poem of Nazrul is very interesting 

এখানে the আর of এর মাঝে gap আর gap noun (poem) হল।



* বুঝতে সমস্যা হলে এবং আরও পরিষ্কার ভাবে পেতে চাইলে contact করুন