আমার সম্পর্কেঃ
শুরুতেই ধন্যবাদ জানাই আমার ব্লগে আসার জন্য। আমি সাহিল আবরার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত। বর্তমান যুগ তথ্য প্রযুক্তি এবং জীব প্রযুক্তির যুগ। " শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা অমূল্য সম্পদ। " আমরা সকলেই এই ধরনের প্রবাদের সাথে কম বেশি পরিচিত। হ্যাঁ ভাই , শিক্ষা অমূল্য সম্পদ। স্বর্ণ, হীরা, মণি, মুক্তা যেমন অমূল্য সম্পদ একইরকম ভাবে শিক্ষাও অমূল্য সম্পদ। স্বর্ণ, হীরা, মণি, মুক্তা অর্জনের জন্য কষ্ট করতে হয়, বহু ত্যাগ স্বীকার করতে হয়। শিক্ষাও তো অমূল্য সম্পদ তবে শিক্ষা অর্জনের জন্য কষ্ট কেন করতে হবে না? কেন ত্যাগ স্বীকার করতে হবে না? হ্যাঁ, অন্যান্য সম্পদের মত শিক্ষা সম্পদ আহরণের জন্যও ত্যাগ স্বীকার করতে হয়। কষ্ট ছাড়া লব্ধ সম্পদের যেমন মূল্য বোঝে আসে না, মুহুর্তেই সব খরচ করতে খারাপ লাগে না। ঠিক তেমনি কষ্ট ছাড়া অর্জিত শিক্ষারও স্থায়ীত্ব বেশিদিন হয় না। তাই অন্যান্য অমূল্য সম্পদের মত শিক্ষা সম্পদও কষ্ট করে অর্জন করতে হয়। বিভিন্ন বই পত্র ঘাটতে হয়, স্যারের লেকচার মন দিয়ে শুনতে হয়, নোট করতে হয়। এভাবে কষ্ট করেই পাওয়া যায় কাঙ্ক্ষিত ফলাফল। আর কষ্ট করে পাওয়া ফলের মূল্যও বেশি এবং স্থায়িত্বও বেশি হয়। অন্যান্য সম্পদ অর্জনের জন্য যেমন পাথেয় প্রয়োজন। শিক্ষার জন্যও প্রয়োজন। আগেই বলেছি বর্তমান যুগ তথ্য প্রযুক্তি এবং জীব প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তি এবং জীব প্রযুক্তি অনেক কাজ সহজ করে দিয়েছে। সাথে শিক্ষার পাথেয় সংগ্রহ করাও। অনেকেই এই মুহূর্তে ভাবছেন যে, শিক্ষা তো অমূল্য সম্পদ। শিক্ষার পাথেয় সংগ্রহ সহজ কিভাবে হবে? কিভাবে সহজে অর্জন করা সম্ভব হবে? হ্যাঁ ভাই, শিক্ষা অমূল্যই। তবে তথ্য প্রযুক্তির কল্যাণে আর আগের মত বই পত্র ঘাটাঘাটি অনেকেই করে না। তার মানে কষ্ট একদম ই নাই হয়ে গেল!!! না… একদম নাই হয় নি। একটু কষ্ট করে আমার এই ব্লগটা ঘুরে দেখতে হবে। নিজের প্রয়োজনীয় বিষয় সংগ্রহ করতে হবে। আমকে প্রশ্ন করতে হবে। আর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সহায়তাই আমার এই ব্লগের মূল লক্ষ্য।
About me:
At the outset, thank you for coming to my blog. I am Sahil Abrar, studying Biotechnology and Genetic Engineering at Sylhet Agricultural University. The present era is the age of information technology and biotechnology. "Education is the backbone of the nation. Education is an invaluable resource. We are all more or less familiar with this type of proverb. Yes brother, education is an invaluable asset. Just like gold, diamonds, gems, pearls are invaluable assets, education is also an invaluable resource. To achieve gold, diamonds, gems, pearls, you have to work hard, you have to make many sacrifices. Education is also an invaluable asset, but why not suffer to get an education? Why don't we have to make sacrifices? Yes, like other assets, one has to make sacrifices to acquire educational resources. It does not feel bad to spend all the money in the moment, as it does not come to understand the value of the resources available without suffering. In the same way, education acquired without suffering does not last long. Therefore, like other invaluable resources, education resources have to be acquired with difficulty. Various books have to be written, sir's lectures have to be listened to carefully, notes have to be made. In this way, the desired results are obtained with difficulty. And the cost of hard-earned fruits is also high, and the durability is also high. To acquire other assets such as roadmap is needed. It is also necessary for education. As I said earlier, the present era is the age of information technology and biotechnology. Information technology and biotechnology have made many tasks easier. As well as collecting the path of education. Many people think right now that education is an invaluable asset. How will it be easier to collect the path of education? How can it be easily achieved? Yes, brother, education is invaluable. However, for the welfare of information technology, many people do not do the same books as before. That means the pain is gone at all!!! No... It wasn't at all. I have to take a hard time visiting this blog. You have to collect what you need. We have to ask questions. and education. The main goal of this blog is to provide support.
x
0 Comments