হ্যাঁলো... চলে এলাম part-2 নিয়ে। part-1 এ আমরা তিনটি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি part-1 সকলের আয়ত্ত্বে এসেছে। তো দেরি না করে চলে যাচ্ছি rules এ...
Part-2
4. Possessive (my, his, her, one’s, it’s etc.) এর পর gap থাকলে Noun হয় । আর verb
থাকলে verb+ing হয়।
Example:
His father is a doctor. Your getting GPA-5 satisfied us.
5. Sentence এর শুরুতে শুণ্যস্থান থাকলে এবং শুণ্যস্থানের পরে verb থাকলে
শুন্যস্থানে Noun/ Pronoun হয়। verb থাকলে verb+ing হয়।
Example:
Education is the backbone of the nation. Walking is a good exercise.
6. Preposition এর পর শুণ্যস্থানে সাধারণত noun/ pronoun/ Verb+ing হয়।
Example:
We all are waiting for Rahim/ him. We all are waiting for getting result.
7. Adjective এর পরবর্তী gap এ Noun বসে।
Example:
Nazrul is a great poet. Rafa is an attentive student.
ব্যাখ্যাঃ
৪। ৪ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, His father is a doctor এখানে his হল
possessive আর তাই এর পরের gap এ noun হিসেবে father হল
৫। ৫ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, Education is the backbone of the nation
এখানে শুরুতেই শুণ্যস্থান আর তার পর verb তাই একটি noun (Education) বসালাম।
কিন্তু Walking is a good exercise. এখানে walk হল verb। অনেক সময় ( ) এ শব্দ
দেওয়া থাকে তো ( ) এ verb থাকলে তার সাথে ing যোগ করে দিব যেমনটা walking এর
ক্ষেত্রে হয়েছে। এখানে উল্লেখ্য যে, walking এখানে noun হিসেবে কাজ করছে।
৬। ৬ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, We all are waiting for Rahim/ him. এখানে
preposition (for) এর পর gap এ noun হিসেবে Rahim আর pronoun হিসেবে him বসানো
যায়। কিন্তু ( ) এ যদি verb দেওয়া থাকে তবে ing যোগ করে দিলেই কাজ হয়ে যাবে।
যেমন We all are waiting for getting result.
৭। ৭ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, Nazrul is a great poet. এখানে great
(adjective) তার পর noun (poet) হল
0 Comments