Rules for any fill in the gaps (Part-3):

স্বাগতম... আবারো চলে এলাম Fill in the gaps এর part-3 এবং শেষ part নিয়ে। খুবই শর্ট কোর্স হলেও খুবই উপকারী কোর্স ছিল। এত অল্পের মাঝেই অনেক কথা নিহিত আর তাই এর প্রভাব ও অনেক। আগের দুটি পার্ট আশা করি ভালো লেগেছে এবং সকলের আয়ত্ত্বে এসেছে। দেরি না করে চলে যাচ্ছি ৩য় পার্ট এ...

 

Part-3


8. শুণ্যস্থানের আগে যদি an থাকে তাহলে অবশ্যই vowel দ্বারা শুরু এমন word বসে

Example: 

                 We are considered to be an undeveloped country.


9. Verb এর আগে বা পরে শুণ্যস্থান থাকলে Adverb বসে

Example: 

He walks quickly.        Moli has never seen an Elephant.

   

We always try to work well.     He is now in the work.



10. Adjective এর পুর্বে adverb বসে

Example:

  Mr. Jamil is a very honest man.

 

Everyone must be very loyal to his boss.



11. Sentence এর শুরুতে শুণ্যস্থান থাকলে সাধারণত Adverb হয়

Example: 

Certainly he will come.

 

Luckily I met my friend in the street.



ব্যাখ্যাঃ


৮।  ৮ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি , শুণ্যস্থানের আগে an তাই শুণ্যস্থানে vowel যুক্ত 

শব্দ undeveloped বসেছে।


৯।  ৯ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি , He walks quickly এখানে walks হলো verb। তাই 

এর পর আমরা adverb বসাব সেটা যাই হোক (slow, fast etc.) তো আমি এখানে quickly  

ব্যবহার করেছি যা একটি adverb.


১০। ১০ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, Mr. Jamil is a very honest man. এখানে

honest হল adjective. তাই এর আগে very (adverb) বসল।


১১। ১১ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, Certainly he will come. বাক্যের শুরুতেই

শুণ্যস্থান। সাধারণত এক্ষেত্রে adverb বসে আর আমিও একটি adverb বসিয়েছি 

certainly.